Описание

1814 144 14.01.18
প্রিয় ভাই- বোনেরা ,আপনারা ইতিমধ্যে তাহের ভাইকে ভালো করেই চিনেন -জানেন। গত ৫/৭/২০১৭ তাহের ভাইকে আমরা ফুটপাতে অজ্ঞান অবস্থায় পাই ,মুখে মাছি বহন ভনভন করছিলো, বৃষ্টির পানি আর প্রস্রাবে ভেজা পোশাক ,
খুবই আশংকাজনক অবস্থা ছিলো। উনি স্ট্রোক করেছিলেন ঘন ঘন খিঁচুনি হচ্ছিলো , আমরা ওনাকে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলাম ,চিকিৎসা শুরু হলো ,সিটি স্ক্যান সহ নানা পরিখা-নিরীক্ষা হলো , মহান আল্লাহ উনাকে আশংকা মুক্ত করলেন।
তারপর ও অনেক প্রব্লেম রয়ে গেল তাহের ভাই আগে থেকেই বাম চোখে দেখেন না,লেন্স /ছানি সহ অনেক প্রব্লেম। উনার দুটো হাটু ই অকেজো ,দাঁড়াতে পারে না।
যাই হোক তাহের ভাইয়ের সাহায্যে Reduce Sin এর সাথে ডাক্তার ,নার্স ,সেচ্চাসেবক , ফেসবুকের ভাই- বোনেরা সহ অনেকেই এগিয়ে এলেন ,ওনার চিকিৎসার ৬০% খরচ ও আপনার দিলেন , প্রথমদিকে অনেক সেচ্চাসেবক এগিয়ে এলে ও এখন আর কেউ হসপিটালে আসেন না।
তাহের ভাই মানসিক ও শারীরিক কোনো ভাবেই সুস্থ না , প্রতিদিন ই স্যালাইন খুলে ফেলেন ,খাবার -থুতু ছুড়ে মারেন ,স্যালিনে স্ট্যান্ড ফেলে দেন,(ফেলে পাশের বেডের টেবিল ফ্যান ভেঙে ফেলেছেন ,খাবার , ঔষুধ কিছু খেতে না , অনেক সময় গালাগালি চেঁচামিচি করেন খুব , তাছাড়া প্রস্রাব-পায়খানা তো আছেই। এসব কথা বললাম আমাদের কৃতিত্ব জাহির করার জন্য নয় ,
ওনার বাস্তব অবস্থা বুঝানোর জন্য।
তাহের ভাইকে কোনো ব
বৃদ্ধাআশ্রমে নিভে না ,কারণ উনি মানসিক ও শারীরিক কোনো ভাবেই সুস্থ না, হাসপাতালে ও একা একা ওনার চিকিৎসা সম্ভব না ,উনাকে সামলানোর জন্য ২৪ ঘন্টা লোক থাকতে হবে